সনদ জালিয়াতি করে বিসিএস চাকরি, তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক


সনদ জালিয়াতি করে বিসিএস চাকরি, তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে দুদক
জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডারে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে কমিশন আলাদাভাবে তিনটি মামলার অনুমোদন দিয়েছে। শিগগির কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাগুলো রুজু করা হবে। আজ মঙ্গলবার দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অনিয়ম, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হবে। দুদক জানায়, লেখাপড়া শেষ না করে যারা বিসিএস পরীক্ষায় অংশ নেবে তাদেরকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবতীর্ণ সনদ গ্রহণ করে পিএসসিতে জমা দিয়ে বিসিএস পরীক্ষায় অংশ নিতে হয়। ওই তিন জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেই সনদ না নিয়ে নিজেরা জাল সনদ তৈরি করে পরে তা জমা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডারে চাকরিতে যোগদান করেন। তারা হলেন- ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু, ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস ও ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা। দুদকের অনুসন্ধান থেকে জানা গেছে, তাদের সনদ যাচাই করে সেটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে মর্মে প্রমাণিত হয়েছে। দুদক বিধিমালা-২০০৭ এর ১০(চ) বিধির আলোকে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে।