টানা জয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে মেয়েদের উন্নতি


টানা জয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে মেয়েদের উন্নতি
নেপালে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে দাপুটে ক্রিকেট খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে লাল-সবুজের নারী প্রতিনিধিরা। আইসিসির টি–২০ র‍্যাঙ্কিংয়ে যার ফল পেয়েছেন ক্রিকেটাররা। ব্যাট হাতে দারুণ খেলা ওপেনার শারমিন আক্তার সুপ্তা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়েছেন। তিনি ৩৫ নম্বরে উঠে এসেছেন। বাছাইপর্বের চার ইনিংসে ১৫৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক তিনি। বাছাইপর্বে বড় দুই পরীক্ষা যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচে ফিফটি করেছেন তিনি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সোবহানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন। বাছাইপর্বের চার ম্যাচে সেট হয়ে আউট হন তিনি। বড় সংগ্রহ না পেলেও নিয়মিত রান করার পুরস্কার পেয়েছেন তিনি। বোলিং র‍্যাঙ্কিংয়ে স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন। চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এই লেগি। বোলিং র‌্যাঙ্কিংয়ে ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে ত্রিশে উঠেছেন। খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলেও দল হিসেবে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০। আয়ারল্যান্ড আছে বাংলাদেশের ঠিক ওপরে। আইরিশদের চেয়ে প্রায় দেড় হাজার পয়েন্টে বাংলাদেশ পিছিয়ে থাকলেও রেটিংয়ের ব্যবধান মাত্র ৪।