মুন্সীগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দূর্যোগ প্রস্তুতি সবসময়” -এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় অংশ নেয় মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। মহড়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ বিশ্বাস , অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খায়রুল হাসান। মহড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক মো. মোস্তফা মহসীন। অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেখেন মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।