নববর্ষে যা লিখে শুভেচ্ছা জানালেন তারা
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    বাংলা নববর্ষ আজ। এ দিনটি উদযাপনের জন্য বাঙালীর আয়োজনের যেন শেষ নেই। অন্য সবার মতো বিনোদন জগতের তারকারাও এদিনটি উদযাপন করছে। 
দুই বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান বাংলা নববর্ষ উপলক্ষে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সবার মঙ্গল কামনা করে ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘নব আনন্দে জাগো আজই এ নববর্ষের দিনে। গ্লানি, হতাশা ভুলে আসুক নতুন আশার জোয়ার। শুভ নববর্ষ’।
জনপ্রিয় নায়ক শাকিব খfন  তার ফেসবুক পেজ এসকে ফিল্মসে তিনি লিখেছেন, ‘নববর্ষের নবরূপ রাঙিয়ে দিক সবার জীবন। শুভ নববর্ষ’।
বৈশাখী সাজে স্বামী সনি পোদ্দারের সঙ্গে ছবি পোস্ট করে মিম লিখেছেন, ’শুভ নববর্ষ সবাইকে’ 
পহেলা বৈশাখে স্থিরচিত্রগুলো পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘বৈশাখ আসে, বৈশাখ আসে, স্বপ্নগুলো সত্য হবার কাছে...শুভ পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা দেবে।’
অভিনেত্রী সামিরা খান বৈশাখের সাজে একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেন, ‘শুভ নববর্ষ’
বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করে শুভ নববর্ষ লিখেছেন রুনা খান।