শালিখায় সীমাহীন আনন্দে শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
জাতীয় শিক্ষা সপ্তাহে ২০২৩ ইং মাগুরা জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয় (কারিগরি) একই সাথে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহারুল ইসলাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন । এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এক সংবর্ধনা ও উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক বাহারুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, আজকের যে অর্জন তা শুধু আমার একার নয় , এটি সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফসল পাশাপাশি ভবিষ্যতে যেন বিদ্যালয়টি সাফল্যের অনন্য উচ্চতায় পৌঁছাতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী বিশ্বাস, মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইন্দ্রনীল বিশ্বাস, সাংবাদিক বাহারুল ইসলাম, মাসুম বিল্লাহ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ প্রমুখ। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন কাতলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরাফাত হাসান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গঙ্গারামপুর প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লিন্টু কুমার পোদ্দার, শ্রেষ্ঠ শিক্ষার্থী অঙ্কিতা সরকার। শ্রেষ্ঠ রোভার শিক্ষক আরপাড়া ডিগ্রী কলেজের অধ্যাপক দীপঙ্কর মজুমদার।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।