ট্রাম্পের বিরুদ্ধে মামলা নিয়ে মুখ খুললেন পুতিন


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে চলমান ‘ইস্টার্ন ইকোনোমিক ফোরাম’-এ যোগ দিয়ে পুতিন বলেন, এসব মামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্রে দুর্নীতি কত গভীর। খবর রয়টার্স ও আলজাজিরার। রুশ প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলা প্রসঙ্গে আমার মতামত হচ্ছে, এটি একটি ভালো বিষয়। কারণ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনীতি যে পচে গেছে তা প্রকাশ্যে চলে এসেছে। ট্রাম্পের বিরুদ্ধে যা হচ্ছে তা হলো, পুরোপুরি রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর উপরে নিপীড়ন। আর এটা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্বের মানুষের সামনে। তবে পুতিন এও জানান যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের যে বর্তমান অবস্থা, তাতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যেই আসুক না কেনো রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট যেই হোক না কেনো ভবিষ্যতে কী হবে তা আমাদের পক্ষে বলা কঠিন। তবে সবকিছু রাতারাতি বদলে যাবে এমনটা আশা করা যায়না। পুতিন আরও বলেন, ইউক্রেন এখনও আশা করছে যে পশ্চিমাদের দেওয়া অস্ত্র-গোলাবারুদ-সাঁজোয়া যান দিয়ে যে কাউন্টার অফেন্সিভ তারা শুরু করেছে, তা রাশিয়ার বিপুল ক্ষয়ক্ষতি করতে সক্ষম হবে। কিন্তু বাস্তব সত্য হলো, কাউন্টার অফেন্সিভ কৌশল শুরুর পর থেকে গত ৩ মাসে ইউক্রেনীয় সেনাবাহিনীর ৭১ হাজারেরও বেশি সেনাসদস্য ও কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।