প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন ১৭ সেপ্টেম্বর


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। স্বাগতম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এটি ৭৮তম অধিবেশন। বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের মতো জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে আসছেন সরকার প্রধান। তিনি বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। খবর ইউএনএ’র। এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশন। যার মূল বিতর্ক পর্ব শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে। এতে অংশ নেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবছরের মতো এবারও জাতিসংঘে তিনি বাংলায় ভাষণ দেবেন। অধিবেশন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘের মূল অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষনের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জাতিসংঘের সামনে শান্তি সমাবেশের মাধ্যমে তাঁকে স্বাগত জানাবেন। অপরদিকে আগামী ২২ সেপ্টম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নাকি নিউইয়র্ক মহানগর আওয়ামী এই সম্মেলনের আয়োজক হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এনিয়ে চলছে পাল্টাপাল্টি সভা-সমাবেশ। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ১৭ সেপ্টেম্বর রোববার বেলা ১২টার দিকে নিউইয়র্ক এসে পৌঁছাবেন। নিউইয়র্কের জন এফ কেনেডি (জেফেকে) আন্তর্জাতিক বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে তিনি পৌঁছার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রীর আগমনের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দরে শান্তি সমাবেশের মাধ্যমে তাঁকে স্বাগত জানাবেন।