পরিণীতি-রাঘবের ১০ লাখ টাকায় রাত কাটানো নিয়ে খোঁচা কংগ্রেস নেতার
অনলাইন নিউজ ডেক্স
বলিউড সেনসেশন পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার বিয়ের দিকে নজরছিল সবার। রোববার তাদের চার হাত এক হয়।
বিয়েতে জলের মতো টাকা খরচ করছেন রাঘব চাড্ডা। মাত্র ২.৪৩ লাখ আয়কর দেওয়া সংসদ সদস্যের এই টাকার উৎস কী? প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা সুখপাল সিং খয়রা।
এদিকে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ‘রাঘণীতি’র বিয়ে! উদয়পুরের তাজ লেক প্যালেসে শুভ পরিণয় সুসম্পন্ন হলো জুটির।
পিচোলা হ্রদের ধারে বসেছিল বিয়ের গ্র্যান্ড আসর। সেখানে হাজির ছিলেন বিনোদন ও রাজনীতির শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা।
এদিকে বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন পরিণীতি। এতে সোশ্যাল মিডিয়ায় চলছে শুভেচ্ছাবার্তার ঝড়।
আর বিয়ের এলাহি আয়োজন দেখেই রাঘবকে খোঁচা দিতে ছাড়েননি কংগ্রেস নেতা সুখপাল সিং খয়রা। পাঞ্জাবের এ সংসদ সদস্য রাঘবের বিয়ের খরচ নিয়ে প্রশ্ন তোলায় মিডিয়ায় তোলপাড় চলছে।
জানা গেছে, যে লাক্সারি স্যুটে থাকছেন সংসদ সদস্য, তার প্রতি রাতের ভাড়া প্রায় ১০ লাখ টাকা, যা দেখে চোখ কপালে উঠেছে অনেকের। সুখপাল সিংয়ের প্রশ্ন— ‘এ যদি আম আদমি হয়, তা হলে খাস কে?’ সোশ্যাল মিডিয়া এক্স-এ (অতীতে টুইটার) রাঘবকে বিদ্রূপ করে তিনি লেখেন—\'পরিণীতি চোপড়ার সঙ্গে বিয়ে সুসম্পন্ন হওয়ায় নিশ্চিতভাবেই আমি রাঘব চাড্ডাকে শুভেচ্ছা জানাচ্ছি।
কিন্তু উনার উচিত জবাবদিহি করা— কী করে উনার মতো আম আদমি যিনি মাত্র ২.৪৩ লাখ টাকা ইনকাম ট্যাক্স দেন, তিনি একটা রাজকীয় বিয়ে সারছেন সাত তারা হোটেলে। শুনছি উনার একরাতের (রুমের) ভাড়া নাকি ১০ লাখ টাকা!
উনি জনপ্রতিনিধি, উনাকে নিশ্চিতভাবে এই প্রশ্নের জবাব দিতে হবে\'।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।