দুই বছর এক চোখে খেলেছেন ডি ভিলিয়ার্স


দুই বছর এক চোখে খেলেছেন ডি ভিলিয়ার্স
বছরপাঁচেক আগে তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, তখন অনেকেই অবাক হয়েছিলেন। কেন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান এতদিন পর জানিয়েছেন তার সরে দাঁড়ানোর কারণ। যা রীতিমতো চমকে ওঠার মতো।ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তার ডান চোখের রেটিনা সরে গিয়েছিল। যে কারণে তার দৃষ্টিশক্তিও কমে গিয়েছিল।একটি পত্রিকায় ডি ভিলিয়ার্স বলেছেন, আমার বাচ্চা হঠাৎ আমার ডান চোখে লাথি মেরে বসেছিল। এরপরই দৃষ্টিশক্তি কমতে থাকে। আমার চোখের অস্ত্রোপচার হওয়ার পর ডাক্তার জানতে চান, কীভাবে ওই অবস্থায় আমি ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছিলাম? আমার ভাগ্য ভালো, শেষ দুবছর আমার বাঁ চোখটা কাজ চালিয়ে দিয়েছিল।২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন ডি ভিলিয়ার্স। তবে আইপিএল খেলছিলেন তিনি। ২০২১ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান।

সর্বশেষ :