সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাজপথে নেমেছি, আছি এবং থাকবো : কামারুল


সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাজপথে নেমেছি, আছি এবং থাকবো : কামারুল
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ও মিরপুরের চিথলিয়া ইউনিয়নে বিএনপি-জামায়াতের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনসচেতনতামূলক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ চাঁদগ্রাম ইউনিয়নে ও মিরপুর উপজেলা আওয়ামী লীগ চিথলিয়া ইউনিয়নে শান্তি সমাবেশের আয়োজন করেন। ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুন্নুর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শামীমুল ইসলাম ছানা। এদিকে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নে শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এনামুল হক বাবলু। শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।শান্তি সমাবেশের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামারুল আরেফিন বলেন, এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য যা করার দরকার তাই করতে চাই। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাজপথে নেমেছি, আছি, থাকবো। জনগণের সমর্থনে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মনোনয়ন জমা দিয়েছি। আগামী ৭জানুয়ারি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি মাঠে থাকবেন বলে জানান।তিনি আরো বলেন, বিগত সময়ে এলাকার জনগন ভোট দিয়ে আমাকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলো। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আগামী দিনে এলাকার মানুষকে চৌকিদার হিসেবে পাহারা দিয়ে রাখবো। মিরপুর-ভেড়ামারাবাসীর জন্য কিছু করতে চাই।কামারুল আরেফিন বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসীর দল, উন্নয়ন দেখতে পারে না। তাই তারা নির্বাচনকে সামনে রেখে বার বার দেশব্যাপি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। অবৈধ হরতাল-অবরোধ জনগন মানে না। বিএনপির নেতাকর্মীরা দেশে ভীতিকর পরিবেশ তৈরি করে জনগণের জান-মালের ক্ষতি করছে। তাদের সকল অপশক্তি প্রতিহত করতে শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। দেশের উন্নয়নে বাধা দিতে আসলে জনসাধারণ নির্বিঘেœ জীবনযাপনের স্বার্থে তা কঠোর হাতে প্রতিহত করবে।দুই উপজেলার শান্তি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুরঞ্জন ঘোষ, মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজনু, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম, চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাহবুব আলম বিশ্বাস, অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, মিরপুরের বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা সোহেল রানা ও ধুবইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য মাহফুজুর রহমান ফরিদ, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, মিরপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি আসলাম আরেফিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ :