চাঁদপুরের মোহনপুরে নৌ পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক


চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌপুলিশ অভিযানে জহিরাবাদ গ্রামের সামনে মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৪৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ভোরে উপজেলার জহিরাবাদ এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান নৌ-পুলিশের এসআই মো. মানিক মিয়া। আটককৃতরা হলেন- মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) এবং মো. কাঞ্চন (৩০)। তাদের সবার বাড়ি শরীয়তপুরে সখিপুর থানায়। এ বিষয়ে এসআই মানিক বলেন, মেঘনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় একটি ট্রলারে তিনজন যাত্রীকে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর স্পিডবোটে করে তাদের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় তিনটি সাদা বস্তা ভর্তি ব্যাগ পাওয়া যায়। বস্তা খুলে তার মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজ্জামান বলেন, জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তীতে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।