বিএনপির আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    রাজধানী ঢাকায় বিএনপির পূর্ব ঘোষিত আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। 
বুধবার গভীর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এ সিদ্ধান্তের কথা জানায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।
এতে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির তারিখ পরে জানানো হবে।
তবে বিএনপির আজকের কর্মসূচি স্থগিত হলেও ঢাকায় রোববারের পদযাত্রা কর্মসূচি বহাল থাকবে বলে জানা গেছে। গত মঙ্গলবার এই দুটি কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।
এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার দুই অংশে চারটি পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। আগামী শনিবার সারা দেশে ইউনিয়নে ইউনিয়নে যুগপৎ পদযাত্রার কর্মসূচি পালন করবে দলটি।