চাঁদপুর নৌ থানার পৃথক অভিযানে নিষেধাজ্ঞা অমান্য জাটকা ধরায় ১৩ জেলে আটক


চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্যকরে জাটকা ধরার দায়ে ৫(পাচঁ) জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ০৮ (আট) জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ০২(দুই) টি মৎস্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।একই সময় ওই জেলেদের সাথে থাকা ১১০০ মিটার কারেন্ট জাল, ২০০ পোনা জাল, ০৬ (ছয়) টি ইঞ্জিন চালিত কাঠের তৈরী মাছ ধরার জেলে নৌকা জব্দ করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পূর্বিতা চাকমা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাইমচর, চাঁদপুর এর নেতৃত্বে নৌ পুলিশ, ও সিনিয়র মৎস্য কর্মকর্তা, চাঁদপুর সহকারে যৌথ অভিযান পরিচালনা করেন। গত-২৮মার্চ ২৪খ্রিঃ সন্ধ্যা ০৬.১০ ঘটিকা হইতে ২৯মার্চ ২৪ খ্রিঃ সন্ধ্যা ০৬.১০ ঘটিকা পর্যন্ত চাঁদপুর নৌ থানার পৃথক দুটি অভিযানের (২৮ মার্চ)২৪খ্রিঃ রাত ১৮.০৫ ঘটিকার পর্যন্ত সময় পূর্বিতা চাকমা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাইমচর, চাঁদপুর এর নেতৃত্বে নৌ পুলিশ, ও সিনিয়র মৎস্য কর্মকর্তা, চাঁদপুর সহকারে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন পদ্মা ও মেঘনা নদী এলাকা বিভিন্ন স্থান হতে ১। দুলাল গাজী (২৮), পিতা-রশিদ গাজী, ২। মোঃ রিয়াজ হোসেন (৫৫), পিতা-আঃ আজিজ, ৩। সেলিম গাজী (৫৫), পিতা-মৃত কলিম উদ্দিন গাজী, ৪। মোঃ বিল্লাল জমাদ্দার (৩৫), পিতা-মৃত আবুল হোসেন জমাদ্দার, ৫। আলম হোসেন (৩২), পিতা-খালেক শেখ, সাং-লক্ষ্মীপুর, ০৬নং ওয়ার্ড, লক্ষ্মীপুর ইউপি, থানা ও জেলা-চাঁদপরদের আটক করা হয়। ধৃত আসামীদের হেফাজত হতে ৫০০ (পাঁচশত) মিটার কারেন্ট জাল এবং ০১ (এক) টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরী জেলে নৌকা জব্দ তালিকা মূলে উদ্ধার করা হয়। আটক ০৫ (পাঁচ) জনেকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়। (২৯মার্চ) ২৪খ্রিঃ সময় ১৮.৩৫ ঘটিকায় চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপিস্থ মিনি কক্সবাজার নামক স্থানে মেঘনা নদী হতে গ্রেফতারকৃত আসামী ৬। মোঃ সোহের রানা (২০), পিতা-কেরামত আলী, ৭। রাজু (১৯), পিতা-কেরামত আলী, ৮। মোঃ দেলোয়ার হোসেন (২২), পিতা-মৃত সাইদ উদ্দিন বেপারী, ৯। রায়হান (১৯), পিতা-মোঃ মিলন, ১০। মোঃ শরীফ হোসেন (২১), পিতা-মোঃ আব্দুল হোসেন সামাদ, ১১। নোয়াব রাঢ়ী (২০), পিতা-মৃত রফিক আলী রাঢ়ী, ১২। মোঃ জাহিদুল ইসলাম (১৯), পিতা-মৃত খোকন ফেদা, সর্ব সাং-চার্লিবাঙ্গা উত্তরপাড়া, ০৭নং ওয়ার্ড, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, ১৩। বাবু রাঢ়ী (২০), পিতা-মৃত রফিক আলী রাঢ়ী, সাং-দুলারচর, ০৫নং ওয়ার্ড, থানা-সখিপুর, জেলা- শরীয়তপুরদের হেফাজত হইতে ক) ৬০০ মিটার কারেন্ট জাল, ২০০ পোনা জাল, খ) ০৫ (পাঁচ) টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরী জেলে নৌকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটক ০৮ (আট) জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ০২(দুই) টি মৎস্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। আজ রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, পদ্মা ও মেঘনা নদী এলাকা বিভিন্ন স্থান হতে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মিনি কক্সবাজার নামক স্থানে মেঘনা নদীতে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে জেলেদেরকে আটক করা হয়। এর মধ্যে ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। বাকী আটক ০৮ (আট) জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ০২(দুই) টি মৎস্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ এই যৌথ নৌকা ও জাল নৌ থানার হেফাজতে রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।