শেষ মুহূর্তের মেসি ম্যাজিকে জিতল পিএসজি
অনলাইন নিউজ ডেক্স
টানা তিন ম্যাচে হারের বৃত্তে থাকা পিএসজি অবশেষে জয়ের দেখা পেল। লিলের বিপক্ষে গোল বন্যার ম্যাচে শেষ বাঁশি বাজার আগমুহূর্তে গোল করে প্রায় হারতে বসা ম্যাচ জিতিয়ে দিলেন লিওনেল মেসি। এর আগে পিএসজির হয়ে গোল পেয়েছেন নেইমার এবং এমবাপ্পে করেছেন জোড়া গোল।
|আরো খবর
পিএসজিকে রুখে দিয়ে রেইমসের টানা ১৪ জয়
যুব মহিলা লীগের সভাপতি ডেইজি, সম্পাদক লিলি
মেসি-এমাবাপের গোলে শীর্ষে পিএসজি
রোববার বিকেলে পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল। অন্যদিকে, লিলের হয়ে গোল তিনটি করেন বাফোডে ডিয়াকিটে, জনাথন ডেভিড ও জনাথন বাম্বা।
ঘরের মাঠে লিলের বিপক্ষে খেলার ১১ মিনিটের মাথায় এমবাপ্পের পা থেকে আসে প্রথম গোল। নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করে তিনি। এরপর দ্বিতীয় গোটি আসতে সময় লাগে ৬ মিনিট। এবার গোল করেন নেইমার। তার গোলে সহায়তা করেন ভিতিনহা। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে।
নেইমারের গোড়ালিতে ফাউল করেন লিলের বেঞ্জামিন আন্দ্রে। এরপর রেফারি ম্যাচ শুরু করে দিলেও দেখা যায় নেইমার গুরুতর আহত। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন হুগো একিটিকে।
স্ট্রেচারে করে মাঠের বাইরে নেইমার । ছবি: সংগৃহীত
নেইমারের পায়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সেখানে দেখা যায় ফাউলের সময় তার গোড়ালি অদ্ভুতভাবে বেঁকে গেছে। এ সম্পর্কে ক্লাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। হয়তো দীর্ঘদিনের জন্যই মাঠের বাইরে থাকতে হবে তাকে।
দুই গোলের লিড নিয়ে খেই হারিয়ে ফেলে ফরাসি ক্লাবটি। ম্যাচের ২৪তম মিনিট একটি গোল পরিশোধ করে লিলে। দলের হয়ে গোল করেন বাফোড ডিয়াকিটি। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে নেইমার মাঠে থাকা পর্যন্ত লিলি ২-১ গোলে পিছিয়ে ছিল। তিনি মাঠ ছাড়ার পরই সমতায় ফেরে দলটি। ৫৮ মিনিটে জোনাথন ডেভিড পেনাল্টি থেকে গোল করে ২-২ সমতা করেন। ৬৯ মিনিটে ৩-২ গোলের লিড নেয় এক মৌসুম আগে লিগ জয়ী লিলি।
৩ গোল হজম করে হারের শঙ্কায় পড়ে যায় পিএসজি। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল দলটি। ৮৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এটি তার দ্বিতীয় গোল।
অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে ফ্রি-কিক পায় পিএসজি। শেষ বাঁশির ঠিক আগে (৯৫ মিনিটে) সেই শট নেন বিশ্বসেরা ফুটবলার মেসি। তার শট বারপোস্টে লেগে লিলের জালে প্রবেশ করে। তাতে ৪-৩ গোলের জয় নিশ্চিত হয় পিএসজির। জাদুকরী ফ্রি কিক থেকে গোল করে দলকে মহামূল্যবান তিন পয়েন্ট এনে দেন তিনি।
জয়ের ম্যাচে এদিন নতুন লুকে ধরা দেন বিশ্বকাপজয়ী মেসি। একেবারে ক্লিন শেভড মেসিকে দেখে পার্ক দ্য প্রাস। এর আগে ২০২১ সালে যখন তিনি পিএসজিতে আসেন তখন তিনি এমন লুকে ছিলেন। এর কিছুদিন পরে খোঁচা খোঁচা দাড়ি রাখেন তিনি। সেই লুকেই খেলেন স্বপ্নের কাতার বিশ্বকাপ।
গত মৌসুমে মাত্র চার ম্যাচ হেরেছিল ফরাসি চ্যাম্পিয়নরা। অথচ চলতি বছরের দুই মাসেই পাঁচ ম্যাচে হারের স্বাদ পেয়েছে গালতিয়েরের শীষ্যরা। মার্সেই, মোনাকো ও বায়ার্ন মিউনিখ মিলিয়ে টানা তিন ম্যাচে হারে প্যারিসিয়ানরা। টানা চতুর্থ হারের শঙ্কায় পড়ে গিয়েছিল লিগ ওয়ার্নারে টেবিল টপার ক্লাবটি। তবে শেষ মুহূর্তে জাদুকরী ফ্রি কিক থেকে গোল করে দলকে মহামূল্যবান তিন পয়েন্ট এনে মেসি।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।