রাজধানীতে গুলিবিদ্ধ চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু
অনলাইন নিউজ ডেক্স
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত নয়ন মিয়া (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকাল সাতটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
মৃত নয়ন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দক্ষিণ গদ্দা গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার তিন বছর বয়সি একটি মেয়ে রয়েছে। নয়ন কাঁঠালবাগান ঢাল এলাকায় মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
মৃতের শ্বশুর আরসাদুল ইসলাম বলেন, ৫ আগস্ট দুপুরে বাংলামোটর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হয় নয়ন। ওইদিন তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।