‘হাসিনা লেজ গুটিয়ে পালিয়েছেন’
অনলাইন নিউজ ডেক্স
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশকে লুটপাটের জোয়ারে ভাসিয়েছে। কাড়ি কাড়ি টাকা বিদেশে পাচার করেছে। মাফিয়া সরকারের রোষানলে ছিল পুরো দেশ। তারা দেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু পারেনি। মনে করেছিল কোনদিন ক্ষমতা তাদের হাতছাড়া হবে না। কিন্তু আজ লেজ গুটিয়ে হাসিনা পালিয়েছে।বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জের বানিয়াচং শহিদ মিনারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দেশ এখনও পূর্ণাঙ্গ স্বাধীন হয়নি। এখনও ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। শহিদ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। সকলের অংশগ্রহণে ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে হবে। ভোট আমাদের দেশে একটি উৎসব।আহমদ আলী মুকিব বলেন, আওয়ামী লীগের অপকর্মের ইতিহাস লিখতে হবে। তাদের লুটপাট, নারীদের লাঞ্ছিত করা, গুম, হত্যা, আয়নাঘরের ইতিহাস মানুষকে জানাতে হবে। প্রত্যেকটি খুনের বিচার হতে হবে।উপজেলা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খালেদ মিয়া, মতিউর রহমান মতু, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, ছাত্রদল সাধারণ সম্পাদক জিললুর রহমান প্রমূখ।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।