হজযাত্রী নিবন্ধন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত


আগামী বছরের (২০২৫) হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত হজে যেতে ইচ্ছুকরা নিবন্ধন করতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব, মামুন আল ফারুক, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “২০২৫ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।” বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “এই সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য সম্মানিত হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।”নিবন্ধন সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্তের উদ্দেশ্য হজ এজেন্সি এবং হজযাত্রীদের সুবিধার্থে এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। তবে, বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই সময়ের পর আর কোনো সময় বাড়ানোর সুযোগ নেই।বর্তমানে, হজ পোর্টালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের হজ মৌসুমের জন্য মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা বরাদ্দ ছিল। কিন্তু মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টা পর্যন্ত হজ পোর্টালের তথ্য অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪ হাজার ৪০৮ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন, যা মোট কোটা বরাদ্দের ৫৮ শতাংশ। অর্থাৎ, এখনও ৪২ শতাংশ কোটা খালি রয়েছে।এদিকে, হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়টি পবিত্র হজের জন্য নিবন্ধন করা ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তবে, সময় বাড়ানোর পরও হজযাত্রীদের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে, যার মধ্যে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধের আহ্বানও রয়েছে।হজযাত্রীদের জন্য আরও কিছু তথ্য: ১. নিবন্ধনের প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রাথমিকভাবে তিন লাখ টাকা জমা দেওয়া হবে। ২. চূড়ান্ত নিবন্ধন করার জন্য হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধ করতে হবে। ৩. নিবন্ধন করার সময় পোর্টালে জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে।এটি হজ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যা নিবন্ধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিচালনায় সহায়ক হবে।