নওগাঁর আত্রাইয়ে মাঠ জুড়ে শোভা পাচ্ছে হলুদ আভায় সরিষা ফুল


নদী ও বিল বেষ্টিত নওগাঁর আত্রাই উপজেলার মাঠ জুড়ে সরিষা জমিতে হলুদ আভায় শোভা বাড়াচ্ছে দৃষ্টি নন্দিত সরিষা ফুল। শিশির ভেজা সকালে সরিষা গাছের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়. সতেজ হলুদ আভায় শোভা বাড়ানো মাঠ জুড়ে দৃষ্টি নন্দিত সরিষা ফুল। সরেজমিনে সরিষা জমিতে গিয়ে দেখা যায় নীল আকাশের নিচে বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে হলুদ রঙের সরিষার ফুল যেন প্রকৃতির অলংকার হয়ে উঠেছে।ফুলগুলো তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা লীলা ভুমি।মধু সংগ্রহে ব্যাস্ত মৌমাছিরা। প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন বয়সের নারী পুরুষ শিশু সকলেই মুগ্ধ হতে আসছে সরিষা ফুলের সান্নিধ্যে।