ফাইনালের আগেই চিটাগাং কিংস ছাড়লেন ইয়াশা


ফাইনালের আগেই চিটাগাং কিংস ছাড়লেন ইয়াশা
খুলনা টাইগার্সকে নাটকীয়ভাবে হারিয়ে বিপিএলের ফাইনালে পা রেখেছে চিটাগাং কিংস। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে মুখোমুখি হবে দলটি। ফাইনাল নিয়ে যখন চিটাগাং সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনা। তখন জানা, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বে বিদায় নিয়েছেন এবারের বিপিএলের আলোচিত হোস্ট ইয়াশা সাগর।এবারের আসরে চিটাগাংয়ের অন্যতম আকর্ষণ ছিলেন এই কানাডিয়ান মডেল। আকর্ষণীয় লুকে বিপিএলের ম্যাচে হাজির হয়ে দর্শকদের মধ্যে সারা ফেলেছিলেন তিনি। চিটাগাংয়ের প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকদের দেখা যেত ইয়াশার নামে প্লেকার্ড হাতে। তবে গত কিছুদিন ইয়াশাকে দেখা যাচ্ছিল না।পরে খোঁজ নিয়ে জানা গেছে, টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াশা সাগর। জানা যায়, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল। ইয়াশাকে উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চলে যান তিনি।ইয়াশার চলে যাওয়ার বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ সপ্তাতে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’আরও যোগ করেন, ‘তাকে (ইয়েশা সাগর) কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?’ইয়াশা সাগর, ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করেন। এবারই প্রথম বিপিএলে হোস্ট হিসেবে এসেছিলেন তিনি।

Archive Calendar

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮