শ্রীপুরে বিদ‍্যালয়ের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত


শ্রীপুরে বিদ‍্যালয়ের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্টিত
মাগুরার শ্রীপুরে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে ও হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ ক্যাম্পে ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে ১৫শত রোগীর চিকিৎসা এবং ওষুধ প্রদান করেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ল্যাব এইড কার্ডিয়াক হাপাতালের কার্ডিওলজিস্ট কনসাটের্ন্ট ডাঃ হাবিবুর রহমান, গাইনি কনসালটেন্ট ডাঃ নন্দ দুলাল বিশ্বাস, স্ত্রীরোগ ও প্রসুতীবিদ্যা বিশেষজ্ঞ এবং সার্জন ডাঃ রিজিয়া আলম, মেডিসিন, সার্জারী ও স্ত্রী রোগে বিশেষ অভিজ্ঞ ডাঃ অমরেন্দ্র নাথ দেউড়ী, চক্ষু চিকিৎসক ও সার্জন ডাঃ আশীষ কুমার সাহাসহ ১২জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন চিকিৎসা ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কনসালটেন্ট ডাঃ জুলি চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন, সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক সাহা নির্মলেন্দু,কান্তি ভূষণ বিশ্বাস, কাজী সাখাওয়াত হোসেন, শ্রীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক কার্তিক চন্দ্র,কাজী মিনার, বিদ্যালয়ের শিক্ষিকা সন্ধ্যা রাণী সাহাসহ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ। সহযোগিতায় ছিলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিঃ,নাভানা ও এরিসটোফার্মা ফার্মাসিউটিক্যাল লিঃ।

Archive Calendar

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮