শালিখায় মানব কল্যাণ ফাউন্ডেশনের বিনা লাভে পণ্য বিক্রয়


শালিখায় মানব কল্যাণ ফাউন্ডেশনের বিনা লাভে পণ্য বিক্রয়
মাগুরার শালিখা উপজেলায় বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন এলাকায় পবিত্র রমজান মাস উপলক্ষে বিনা লাভে পণ্য বিক্রয় করছে মানব কল্যাণ ফাউন্ডেশন। ব্যতিক্রমী এ উদ্যোগে পাইকারি দামে বিক্রি হচ্ছে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য।শুক্রবার (১৪ মার্চ) সকালে উপজেলার আড়পাড়া বাজারে যশোর -মাগুরা রোডে মানবকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে বিনালাভে পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমির অধ্যাপক এম.বি বাকের।আয়োজকরা জানান,পবিত্র রমজান মাস এলেই অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে নিত্য পণ্যের বাজার। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে তাদের ব্যতিক্রমী এ আয়োজন। রমজান মাস জুড়ে এখান থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবে সকলে।এখানে এক লিটার সয়াবিন তেলের বোতল ১৭৫ টাকা, খেজুর ১কেজি ১৬০ টাকা, ছোলা ১কেজি ৯২ টাকা, আটা ১কেজি (প্যাকেট) ৪৫ টাকা, মুড়ি ১কেজি ৬৭ টাকা, চিড়া (লাল) ১ কেজি ৬৫ টাকাসহ মোট ২১টি নিত্যপন্য ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে।এখানে পণ্য কিনতে আসা নাজমুল হক বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি দেখে ১কেজি চিনি, ১ লিটার তেল কিনেছি বাজার থেকে কিছুটা কমে পেয়েছি রমজান মাসে এমন উদ্যোগ খুব প্রয়োজন।অপর ক্রেতা মোঃ আবির হোসাইন বলেন দ্রব্যমূল্য উর্ধ্বগতির বাজারে এটা খুব ভালো উদ্যোগ এতে সাধারণ ক্রেতাদের কিছুটা হলেও মূল্য সাশ্রয় হচ্ছে।মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে এসকল পন্য সামগ্রী আমরা ন্যায্য মূল্য ও ভর্তুকিতে বিক্রি করছি আমরা গত ১৫দিনে ৫ হাজার ৩ শত ৫০ জন পরিবারকে ন্যায্য মূল্যের পণ্য দিতে পেরেছি রমজানের এ মাস ব্যাপী আমাদের এ কার্যক্রম চলবে।মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ লিয়াকত আলী বলেন, আমরা মানুষের কল্যাণের জন্য রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় জিনিস বিনা লাভে বিক্রি করছি এটা মানবতা মানুষের কল্যাণের জন্য এছাড়া আমাদের অনেকগুলি প্রোগ্রাম আছে এখানে অসহায় এতিমদের লালন, রক্তদান কর্মসূচি, শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ আমরা প্রদান করে থাকি।