আত্রাইয়ে ঝুঁকিপুর্ণ কালভার্ট পুনঃ নির্মাণ চায় এলাকাবাসী
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

উত্তরের সীমান্ত ঘেষা জনপদের নদী ও বিল বেষ্টিত গ্রামীণ জনপদ আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ছোট ডাংগা বাজার সংলগ্ন কালভার্টের মাঝামাঝি স্থানে ভেঙেধসে পড়েছে কিছু অংশ।চলাচলে দূর্ভোগ পোহাচ্ছে ৪ টি গ্রামের প্রায় ১০ হাজার সাধারণ মানুষ। বেশ মাস খানেক ধরে কালভার্টের এমন দুর অবস্থা যেন দেখবার কেউ নেই।জনপ্রতিনিধিদের কোন পদক্ষেপ দৃশ্যমান নয়। বিশেষ করে কৃষকের উৎপাদিত ফসল আনা নেওয়া ও কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিনে দেখাযায় উপজেলার শাহাগোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোটডাঙ্গা বাজার সংলগ্ন কালভার্টের মাঝামাঝি স্থানে ডানপাশের কিছু অংশ ভেঙে ধসে পড়েছে এবং বামপাশের অবস্থা বিপদ জনক।কাঠের তক্তা -টুকরো বিছিয়ে নাম মাত্র মেরামত করছে স্থানীয় জনগন।আর এই কালভার্টের খালের উপর দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চালাচল করছে শিক্ষার্থী সহ এই গ্রামীণ জনপদের সাধারণ মানুষ।
যে কোন সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায় প্রায় ১ যুগ আগে যাতায়াতের সুবিধার জন্য খালের উপর এই স্থানে একটি কালভার্ট আকারে ছোট ব্রীজ নির্মাণ হয়।
স্থানীয় কাপড় ব্যাবসায়ী গোলাম বলেন এই ব্রীজ দিয়ে প্রায় ৫টি গ্রামের সাধারণ মানুষ চলাচল করে
তবে রাস্তা থেকে কালভার্টের উচ্চতা বেশি হওয়ায় ব্রীজ নির্মাণের শুরু থেকেই দূর্ভগের হয়েছে এলাকাবাসী। বালু ব্যাবসায়ী মুন্জুরুল হক বলেন গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিদের মসজিদ গমন ও কোমলমতি শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে খালের উপর নির্মিত এই কালভার্টের উপর দিয়ে যেতে হয়।কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছি এটি প্রশস্ত করে কালভার্ট টি পুনঃ নির্মাণ অতীব জরুরি।
