গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
মোঃ সাহিদুল ইসলাম নয়ন, জেলা প্রতিনিধি মাগুরা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (০৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় মাগুরা সরকারি কলেজের সামনে \"মাগুরা রিপোর্টার্স ইউনিটি\"র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। তাই এই ধরনের অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
আয়োজনে মাগুরার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।