৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট


৪৮তম বিশেষ বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২৪ আগস্ট
চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ২ হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে। গতকাল সোমবার তাদের মৌখিক পরীক্ষা শুরুর এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, চতুর্থ ধাপে ২ হাজার ৭৯২ প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা শুরু হবে। ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় গত ২৯ মে। ২০ জুলাই লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা হয়। এতে ৫ হাজার ২০৬ প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন। ৪৮তম বিসিএস পরীক্ষায় ৪১ হাজার ২৫ জন অংশ নেন। মৌখিক পরীক্ষা ৬ আগস্ট শুরু হয়। এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পিএসসি আগেই জানিয়েছিল, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।