শালিখায় তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


শালিখায় তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মাগুরার শালিখায় তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (দ্বিতীয় পর্যায়ে) উদযাপন উপলক্ষে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ধনেশ্বরগাতি ইউনিয়ন ফুটবল একাদশ শালিখা ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ধনেশ্বরগাতী ইউনিয়ন একাদশের প্রণয় মন্ডল। রেফারি ছিলেন, তুষার মুন্সি, সহকারী রেফারি সহাদেব দত্ত, মোঃ ফারুক হোসেন ও মনিরুল ইসলাম। খেলায় ধারাভাষ্য দেন শম্ভু মৈত্র ও আবু জাফর লাল। খেলায় প্রচুর দর্শক সমাগম লক্ষ্য করা যায়।