মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২


মুন্সীগঞ্জে বিএনপি দু-গ্রুপের সংঘর্ষ ৭ দিনে নিহত ২
জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন। সোমবার ( ১০ নভেম্বর) সকালে দু-গ্রুপের সংঘর্ষ চর ডুমুরিয়া গ্রামে আরিফ মীর (৩৮) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যাে এবং অপর তরুন ইমরানকে গুলিবিদ্ধ করা হয়। আহত ইমরান গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সকালের পর দুপুরে পরিস্তিতি কিছুটা শান্ত থাকলেও ফের বিকালে সংঘর্ষ জড়ায় বিবাদমান দুটি পক্ষ। এ সময় দু-গ্রুপ একাধিক ককটেল বিস্ফোরন ঘটায়।বিকালে ওই গ্রামে সংবাদ সংগ্রহ করতে যাওয়া স্থাণীয় কয়েক সংবাদকর্মী বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগে ওই ইউনিয়নে গত ৩ নভেম্বর তুহিন দেওয়ান নামের আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়।নিহত আরিফ মীর এর স্বজনরা বলেন, নিহত আরিফ মীর সকালে তার বাড়ির পাশে টিউবওয়েলে মুখ ধৃত করছিলেন এ সময় প্রতিপক্ষের লোকজন একটি ট্রলারে করে এসে তাকে গুলি করে হত্যা করে। এ সময় তারা ঘুমন্ত গ্রামবাসীর উপর হামলা চালায় তাদের বাড়িঘর ভাঙচুর করেও বলে জানান নিয়তের স্বজনরা।নিহতের বোন ফাতেমা বলেন, আমার ভাই নিরহ লোক ছিল। কোন দল করতো না। আতিক মল্লিক, জাহাঙ্গীর ইউসুফ এর নেতৃত্বে এক থেকে দেড় শত লোক ভোর পাঁচটার দিকে ককটেল, বন্দুক নিয়ে আমাদের চর ডুমুরিয়া গ্রামে এসে হামলা চালায়। তারা একাধিক বাড়িতে গুলি ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর ও লুটপাট করে।নিহতের স্ত্রী পারুল বেগম বলেন, ভোর চারটা হতে ওরা আমাদের গ্রামে হামলা চালাচ্ছে। আমার স্বামী কোন দল করত না। শ্রমিকের কাজ করতো। সকালবেলা কাজ করার জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওরা ৬০ থেকে ৭০ জন আমার বাড়িতে এসে ওকে গুলি করে চলে যায়।এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা: রুহুল আমিন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের হাসপাতালে পৌনে আটটার দিকে আনা হয়েছিল। এদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। অপরজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, ওই অঞ্চলে একাধিক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।