গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খুলুন
শিক্ষা বাতায়ন ডেক্স
প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিভাগ খোলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।সোমবার সংস্থাটির ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অংশীজনের সঙ্গে এক সভায় ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য ড. মুহাম্মদ আলমগীর এ আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন কমিশন সচিব ড. ফেরদৌস জামান। ড. আলমগীর বলেন, কোনো কোনো বিশ্ববিদ্যালয় নতুন বিভাগ খোলার পর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে না। প্রয়োজনীয় অবকাঠামো, ল্যাব সুবিধা ও জনবল আছে কিনা তা বিবেচনায় নিতে হবে।তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার উৎকর্ষ অর্জনে ইউজিসি বিভিন্ন নীতি ও পরিকল্পনা গ্রহণ করেছে। ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা তৈরিতে গঠনমূলক পরামর্শ দিতে অংশীজনের প্রতি আহ্বান জানান তিনি।ড. ফেরদৌস জামান বলেন, বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা ভাবনা বাস্তবায়নে অংশীজনের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসির প্রচেষ্টা অব্যাহত থাকবে।সভায় ইউজিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং উচ্চশিক্ষা সেবাগ্রহীতারা অংশ নেন।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।