পেশাজীবী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট খালিদ
অনলাইন নিউজ ডেক্স
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খালিদ হোসেনকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর) গণঅধিকার পরিষদের সভাপতি ও পেশাজীবী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের উপদেষ্টা রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত ২৭ সেপ্টেম্বর পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ড. জাফর মাহমুদের সভাপতিত্বে এক সভায় অ্যাডভোকেট খালিদ হোসেনকে সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।