অভিযানের খবরে পালালেন ডিম ব্যবসায়ীরা


ডিম ও ব্রয়লার মুরগির বাজারদর নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজারে অভিযান চালানো হয়েছে। অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে গেছেন ব্যবসায়ীরা।বুধবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজধানীর কাপ্তান বাজারে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত বাজার মনিটরিংয়ের টাস্কফোর্স এ অভিযান পরিচালিত করে।এ সময় খুচরা দোকানদাররাও ডিম লুকিয়ে ফেলেন। তাদের কাছে ডিম সংরক্ষণে নেই বলে দাবি করেন।ব্রয়লার মুরগির দোকানে অভিযান চালিয়ে কেজিপ্রতি বেশি মূল্যে মুরগি বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রুহুল ট্রেডার্সকে পাঁচ হাজার ও কাওসার ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কাপ্তান বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যদের বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে প্রত্যেক ব্যবসায়ীকে বেশি মূল্যে বিক্রয় না করা ও মূল্য তালিকা সংরক্ষণ করার জন্য মিটিং ডেকে সবাইকে সচেতন করার লক্ষ্যে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি একটি নির্দিষ্ট স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর গুরুত্বপূর্ণ ধারা সংবলিত সাইনবোর্ড বাজার কমিটি ৭ দিনের মধ্যে টানাবে, যাতে ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণ সচেতন হয়। টাস্কফোর্সের বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অধিদপ্তরে সংযুক্ত) রফিকুল ইসলাম, ক্যাবের তথ্য কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফারহান আতেফ, মো. সালাউদ্দিন, আব্দুল জব্বার মন্ডল, ঢাকা জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।