আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত না হওয়ায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ
আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়ক টি প্রশস্ত না হওয়া এবং ট্রাফিক ব্যাবস্থা না থাকায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। সড়কটি প্রশস্ত কম হওয়ায় নাম মাত্র মহাসড়ক বলে মনে করেন স্থানীয় জনগন।
এমন পরিস্থিতি তে রাণীনগর থেকে আত্রাই হয়ে নাটোর পর্যন্ত সড়কটি প্রশস্ত করা অতীব জরুরী বলে মনে করছেন সচেতন এলাকাবাসী।
সড়কটির এক পাশে গভীর খাদ হওয়ায় এবং প্রশস্ত কম হওয়া এবং ট্রাফিক ব্যাবস্থা না থাকায় মহাসড়ক টি চালু হবার পর থেকেই এ সড়কে প্রায়শই ঘটে একের পর এক দুর্ঘটনা।
এসব দুর্ঘটনায় প্রাণহানিও ঘটছে অহরহ।জানাগেছে নওগাঁ থেকে রাণী নগর পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা ৩৪ ফুট প্রশস্ত হলেও পৃথক প্রকল্পের কারনে ১৮ ফুটে থেমে আছে আত্রাই থেকে নাটোর আঞ্চলিক মহাসড়কটির প্রশস্ত করণ নির্মাণ কাজ।
দল বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে এই রাস্তার রুপরেখা এবং রাস্তা নির্মাণের সূচনা ঘটলে ও দীর্ঘ সময় কাজ বন্ধ থাকার পর পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের মাঝামাঝি সময় যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের জন্য আত্রাই -নাটোর আঞ্চলিক এ মহাসড়কটি নির্মাণ করা হয়।এ সড়ক নির্মাণ হওয়ার ফলে সান্তাহার জংশন থেকে নওগাঁর রাণীনগর, আত্রাই, রাজশাহীর বাগমারা, নাটোরের সিংড়া, নলডাঙ্গাসহ বিস্তীর্ণ এলাকার জনসাধারণের যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়।
এদিকে এ সড়কের নওগাঁ থেকে রাণীনগর পর্যন্ত ৮ কিলোমিটার সড়ক ৩৪ ফুট প্রসস্ত করা হলেও রাণীনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়ক মাত্র ১৮ ফুট প্রসস্ত রয়েছে।আঞ্চলিক এ মহাসড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, ঢাকাগামী কোচসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে।রাণীনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত সড়কটি প্রশস্ত কম এবং আঁকা বাঁকা হওয়ায় মহাসড়কে চলাচল করা যানবাহনে চলাচলকারী যাত্রী চালক সহ সকলেরই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে।এসব দুর্ঘটনায় অনেকের প্রাণহানিও ঘটেছে।তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবি রাণীনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত নওগাঁ থেকে রাণীনগরের মত প্রসস্ত করা হোক।এদিকে নলডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত এ সড়কটি যথেষ্ট আঁকাবাঁকা হওয়ায় সময় অপচয় বলছেন চালক এবং যাত্রী ।আত্রাই উপজেলা যুবদল নেতা খোরশেদ আলম বলেন, এ সড়কটি বিগত বিএনপির আমলেই শুরু করা হয়েছিল।সড়কটি প্রশস্ত করা সময়ের দাবী সড়কটি প্রশস্ত কম হওয়ায় আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় এবং যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।অনেক সময় যানবাহনকে সাইড দিতে গিয়ে আরেক যানবাহন খাদে পড়ে যায়।এমনদূর্ঘটনার কবলে অনেক মৃত্যু ঘটনাও ঘটেছে।আত্রাই-নাটোর রুটের সিএনজি চালক রায়হান বলেন,রাণী নগর থেকে আত্রাই সড়কটিকে প্রশস্ত করা অতীব গুরুত্বপূর্ণ সেই সাথে নলডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত সড়কটি আঁকাবাঁকা হওয়ায় সময়ের অপচয় এবং জীবনের ঝুঁকি নিয়ে আমরা যানবাহন চালাই।সেখানেও অনেক সময় দুর্ঘটনাও ঘটে। প্রশস্ত ও সোজা রাস্তা নির্মাণে সময়ের অপচয় এবং যোগাযোগ ব্যাবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।এ ব্যাপারে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক বলেন, নওগাঁ থেকে রাণীনগর পর্যন্ত একটি পৃথক প্রকল্প আর রাণীনগর থেকে নলডাঙ্গা পর্যন্ত আরেকটি প্রকল্প।এ ছাড়াও নলডাঙ্গা থেকে নাটোর পর্যন্ত সড়কটি রেল লাইনের পাশ দিয়ে সোজা নির্মাণ করা প্রয়োজন।উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সড়কটি প্রসস্ত করার প্রকল্প প্রস্তুত করা যাবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।