বিদেশ যাওয়ার প্রথম মাসেই বেতন-ভাতা নিশ্চিতের সুপারিশ


বিদেশ যাওয়ার প্রথম মাসেই বেতন-ভাতা নিশ্চিতের সুপারিশ
প্রবাসী কর্মীরা বিদেশে যাওয়ার এক মাসের মধ্যে যাতে চাকরি ও বেতন-ভাতা নিয়মিত পান, সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন এবং আয়েশা ফেরদাউস বৈঠকে অংশ নেন। বৈঠকে প্রবাসী কর্মীদের তথ্য হালনাগাদ রাখতে স্মার্ট কার্ডের সঙ্গে ইমিগ্রেশন ব্যবস্থাকে একীভূত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দক্ষ প্রবাসী কর্মী তৈরি এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর শূন্য পদ দ্রুত পূরণ করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার সুপারিশ করা হয়। বৈধপথে রেমিট্যান্স বাড়ানোর জন্য প্রবাসীদের দোরগোড়ায় ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সুপারিশ আসে।