শালিখায় ফায়ার সার্ভিসের ভুমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা

\"স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময় \" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও ভূমিকম্প -অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৯মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যদের বাস্তবায়নে অনুষ্ঠিত এ মহড়ায় ভূমিকম্পে উদ্ধারকার্য, অগ্নি নির্বাপন, প্রাকৃতিক দুর্যোগে ব্যবহৃত সরঞ্জামের ব্যবহার সহ দুর্ঘটনা থেকে প্রতিকারের প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তবিক প্রশিক্ষণ দেওয়া হয়। শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থীরা এ মহড়ায় সহযোগিতা করেন। প্রশিক্ষণ পরবর্তী আলোচনা সভায় মাগুরা ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক আলী সাজ্জাদ বলেন, যেকোনো সময়ে সংগঠিত প্রাকৃতিক দুর্যোগে সাহস রাখতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করায় ভালো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সাহস হারালে চলবে না। ভয় কে জয় করে নিজেকে এবং অপরকে বাঁচাতে হবে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও প্রতিকারে উপস্থিত কৌশল ও সাহস আমাদেরকে রক্ষা করতে সবচেয়ে বেশি সহায়তা করে। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম খায়রুল আলম প্রমূখ। এছাড়াও শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
