শালিখায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মোঃ কুতুবুল আলম শানু, শালিখা উপজেলা প্রতিনিধি, মাগুরা
মাগুরার,শালিখা থানা পুলিশ সোমবার সকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের মাঠ থেকে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) নিতে আসা এক বছরের সশ্রম করাদন্ড এবং ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী শেখ হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।শেখ হাফিজুর রহমান উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে।শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শালিখা থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের মাঠ হতে এক বছরের সশ্রম করাদন্ড আসামী হাফিজুর রহমান কে গ্রেফতার করে।সে দীর্ঘদিন পলাতক ছিল।