আত্রাইয়ে পরিক্ষার্থীদের উচ্ছ্বাস উৎকন্ঠায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা
নাসির উদ্দিন, উপজেলা সংবাদদাতা, আত্রাই, নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে উচ্ছ্বাস উৎকন্ঠা নিয়ে মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ১৮২০ জন পরিক্ষার্থী।
বৃহস্পতিবার(১০এপ্রিল২০২৫)সারাদেশের ন্যায় বাংলা প্রথম পত্র পরিক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষা এটি।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত রাখতে বেশ কয়েকটি ধাপে ছিল নিরাপত্তা।
উপজেলায় ৫ টি কেন্দ্রে মোট পরিক্ষার্থীর সংখ্যা ১৮২০ জন,এর মধ্যে ছাত্র ৯৮২ এবং ছাত্রী ৮৩৮ জন পরিক্ষার্থী এবার এসএসসি ও সমমান পরিক্ষায় অংশ গ্রহন করছে।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বেলা বাড়ার সাথে সাথে পরিক্ষার্থীদের সাথে পরিক্ষা কেন্দ্রের বাইরে বাড়তে থাকে অভিভাবকদের ভিড়।
পরিক্ষা সুষ্ঠুভাবে গ্রহনের লক্ষ্যে কেন্দ্রে অভিভাবক প্রবেশ নিষেধ রেখে একে একে পরিক্ষার্থীদের চেক করে কেন্দ্র সচিবের অনুমতি নিয়ে উচ্ছ্বাস উৎকন্ঠা নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন পরিক্ষার্থীরা।
উপজেলার আহসানউল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন,এবার বেশ কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস, গুজব, নকল বা অন্য কোনো অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এবার পরিক্ষা কেন্দ্রে বিশেষ নজর রাখা হয়েছে। ‘‘পরিবর্তিত পরিস্থিতিতে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এ বছরের এসএসসি পরীক্ষা গ্রহণে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন।”
