আব্বাসের সঙ্গে ‘অন্যায়’ করেছে পিসিবি


আব্বাসের সঙ্গে ‘অন্যায়’ করেছে পিসিবি
রেকর্ড মোটেও খারাপ না আব্বাস আফ্রিদির। সাম্প্রতিক ফর্মও দারুণ। পিএসএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিক, আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ পাঁকা। তবুও বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে তিনি নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই কাজটি কামরান আকমলের কাছে ‘অন্যায়’ বলে মনে হচ্ছে।কেন ‘ইনজাস্টিস’, সেটির ব্যাখ্যাও দিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা। তার মতে, এই সময়ে সেরা অবস্থানে আছেন আব্বাস। করাচি কিংসের হয়ে ১০ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। আছেন শীর্ষে। সেই তিনি কেন বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে নেই, তার প্রশ্ন তুলেছেন কামরান।পাকিস্তানের পেসারের কথা তুলে কামরান বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে সে এখন পর্যন্ত ২০ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছে। দারুণ। কিন্তু তাকে বাদ রেখে দল দেওয়াটা অন্যায়।’ কথার ব্যাখ্যায় কামরান একটা পথও দেখিয়েছেন, ‘আব্বাস আফ্রিদি, খুররাম শেহজাদ ও সুফিয়ান মুকিমকে সুযোগ দিতে চাইলেই হারিস রউফ বা নাসিম শাহকে বাদ দিতে পারত।’স্কোয়াডে নয়জন ব্যাটার, যাদের পাঁচজন ওপেনার। নতুন খেলোয়াড়দের নিয়ে এখানে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা লক্ষ্য নেই। মনে হচ্ছে কোনও স্পষ্ট দিকনির্দেশনা নেই।’ কামরান আকমল, সাবেক পাকিস্তানি ক্রিকেটার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ বুধবার এরপর ৩০ মে ও ১ জুন বাকি দুটি টি-টোয়েন্টি। ওই সিরিজের জন্য দুদিন আগে দল দিয়েছে পাকিস্তান। সেই দলের কড়া সমালোচনা করেছেন কামরান।সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘স্কোয়াডে নয়জন ব্যাটার, যাদের পাঁচজন ওপেনার। নতুন খেলোয়াড়দের নিয়ে এখানে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা লক্ষ্য নেই। আসল প্রশ্ন হচ্ছে—নিউজিল্যান্ডের বিপক্ষে নাকি আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির দল মাঠে নামা উচিত ছিল? মনে হচ্ছে কোনও স্পষ্ট দিকনির্দেশনা নেই।’