এসআইবিএলের এমডি ডিএমডির পদত্যাগ
অনলাইন নিউজ ডেক্স
ব্যাংকগুলোর পর্ষদ দখলমুক্ত হওয়ার পর এখন শীর্ষ নির্বাহী পর্যায়েও রদবদল শুরু হয়েছে। ইতোমধ্যে ইসলামী ব্যাংকের ডিএমডিসহ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে। বুধবার সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুটি ব্যাংকেই ইতোমধ্যে এস আলম গ্রুপের দখলমুক্ত করা হয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম, উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ও খোরশেদ আলম বুধবার পদত্যাগ করেছেন। তিনজনই এস আলম গ্রুপের কর্মকর্তা হিসাবে পরিচিত ছিলেন।
এস আলম গ্রুপ ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা দখল করে। এরপর এই তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাংকটির দায়িত্বে আসেন। তাদের মধ্যে দুজন ছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা। আরেকজন এসেছিলেন অন্য আরেকটি ব্যাংক থেকে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপের দখলমুক্ত করতে আগের পর্ষদ বাতিল করে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে নতুন পর্ষদ গঠন করে দেয়।
এদিকে আজ বৃহস্পতিবার এসআইবিএলে পূর্ণাঙ্গ পর্ষদ সভা হবে। এতে এমডি ও ডিএমডির পদত্যাগ এবং ব্যাংকের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।