কাবার আকৃতিতে চতুষ্কোণ ভবন
অনলাইন নিউজ ডেক্স
একটি বিশালাকৃতির চতুষ্কোণ ভবন নির্মাণ করছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কেন্দ্রে গড়ে তোলা হচ্ছে অপূর্ব নক্সার ভবনটি। নক্সার সঙ্গে পবিত্র মক্কা শহরের কাবা শরিফের আকৃতির বেশ মিল দেখা যাচ্ছে। তাই এটাকে নতুন কাবা বলেও অভিহিত করছেন কেউ কেউ। সৌদি আরবকে আধুনিকায়ন ও জীবাশ্ম জ্বালানি তথা তেলনির্ভর অর্থনীতি থেকে বের করে বহুমুখী অর্থনীতি গড়ার লক্ষ্যে ভিশন ২০৩০ গ্রহণ করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই লক্ষ্যে বড় বড় সব প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার। যার একটি নিওম মেগাসিটি প্রকল্প যা লোহিত সাগরের তীরে মরুভূমির বুকে গড়ে তোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার রাজধানী রিয়াদকে নতুন করে গড়ে তোলার বিশাল পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি। নিউ মুরাব্বা নামের ওই প্রকল্পের ঘোষণা দেন সৌদি যুবরাজ।
প্রকল্প বাস্তবায়নে একটি কোম্পানি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন যুবরাজ সালমান। যার নাম নিউ মুরাব্বা ডেভেলপমেন্ট কোম্পানি। এই কোম্পানির চেয়ারম্যান হবেন তিনি নিজেই। ঘোষণায় যুবরাজ বলেন, কোম্পানির প্রধান কাজ হবে রিয়াদে বিশ্বের বৃহত্তম আধুনিক শহর গড়ে তোলা। ঐতিহাসিক এই প্রকল্পে অর্থায়ন করবে সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। -মিডল ইস্ট আই
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।