কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    ইঞ্জিনসহ কিশোরগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকাল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে ট্রেনটি প্রবেশের এ ঘটনা ঘটে।
ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দুই ট্রেনের বহু যাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান।
তিনি বলেন, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। ইঞ্জিনসহ ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর পাঠানো হয়েছে। আখাউড়ার থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করবে।