কুষ্টিয়া খোকসায় গভীর রাতে অধ্য লাখ টাকার মাছ চুরি
জাহাঙ্গীর আলম রানা, খোকসা উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসার বেতবাড়ীয়া ইউনিয়নের চাঁদট গ্রামে গভির রাতে অধ্য লাখ টাকার মাছ চুরির আভিযোগ উঠেছে ভুক্ত ভোগি মোঃ আবু বক্কর (৭০) পিতা-মৃতঃ মোজাহার খা, এর বসত বাড়ির পাশে নিজ পুকুরে গত তিন বছর ধরে মাছ চাষ করে আসছে। গত ১৫ ফেব্রয়ারী বুধবার দিবাগত রাতের আধারে কোন এক সময় মোঃ খশু মোল্লা (৪০), পিতা-মৃতঃ জহির উদ্দিন মোল্লা ও তার সহযোগি মোঃ সাগর শেখ (৩০) পিতা-মৃতঃ দুলাল শেখ, ভুক্ত ভোগি মোঃ আবু বক্করের পুকুর থেকে বিষাক্ত বিষ প্রয়োগ করে পুকুরে থাকা আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মাছ মেরে নিয়েছে। এ সময় উপস্থীত ভ্যান চালক মোঃ হাসিবুল বিশ্বাস (২৫) পিতা-মোঃ আতাহার বিশ্বাস গ্রামঃ বনগ্রাম থানা-খোকসা জেলা-কুষ্টিয়া বলেন যে, অভিযুক্ত মোঃ খশু মোল্লা(৪০) তার নিজ বাড়ী থেকে ভোর ছয় ঘটিকার সময় ডেকে এনে মোঃ হাসিবুল বিশ্বাসের ভ্যানে বড় তিন পাতিল মাছ উঠিয়ে খোকসা মাছ বাজারে আড়ৎতে বিক্রয় করে ভ্যান চালকে নগদ এক হাজার টাকা ভাড়া দিয়ে এ বিষয়ে কাউকে না বলতে নিষেধ করেন।
এদিকে অভিযুক্ত মোঃ খশু মোল্লা (৪০), ও মোঃ সাগর শেখ এর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায় না এই বিষয় নিয়ে অভিযুক্ত মোঃ খশু মোল্লা (৪০), স্ত্রী মোছাঃ আসমা খাতুন (৩৫) এর সাথে কথা বলে জানা যায় যে, তার স্বামী মোঃ খশু মোল্লা অনেক দিন যাবৎ নেশা করে বিভিন্ন চুরি সহ অনৈতিক কার্যকলাপে লিপ্ত আছে এ বিষয়টি নিয়ে স্ত্রী মোছাঃ আছমা খাতুন (৩৫) তার স্বামীকে নিষেধ কররে অভিযুক্ত খশু তার স্ত্রীকে অমানুষিক নির্যাতন করে বলে জানান।
স্থানীয় গ্রাম বাসির সাথে কথা বলে জানা যায় যে, অভিযুক্ত মোঃ খশু মোল্লা (৪০), গ্রামের মধ্যে দীর্ঘদীন যাবৎ গরু ছাগল মাছ চুরি সহ বিভিন্ন অপকর্ম করে আসছে। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান যে, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।