কেন্দুয়ায় সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আশা কর্তৃক আয়োজিত অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

সান্দিকোনা মাধ্যমিক বিদ্যালয়ে আশা রোয়াইলবাড়ী শাখা, কেন্দুয়া কর্তৃক পরিচালিত আশা শিক্ষা কর্মসূচী নিয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ১২ মে, সোমবার। ক্ষুদে শিক্ষার্থী সুরভী আক্তার ও বিসমি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কেন্দ্র মনিটর আলহাজ্ব বাবুল আহমেদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাজ্জাক, ডিসট্রিক ম্যানেজার আশা। বিশেষ অতিথি হিসাবে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব আশিকুল্লাহ, জেলা শিক্ষা অফিসার, নেত্রকোণা, নজরুল ইসলাম, সিনিয়র এরিয়া ম্যানেজার, জনাব কামরুল ইসলাম তালুকদার, ব্যাঞ্চ ম্যানেজার রোয়াইলবাড়ী, জনাব পলাশ মিয়া, এডুকেশন সুপার ভাইজান, প্রভাষক ফরিদ মিয়া, সিনিয়র শিক্ষক জনাব জহিরুল ইসলাম খন্দকার। এছাড়াও শতাধিক অভিভাবক, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।অভিভাবকবৃন্দ আশার এই শিক্ষা কর্মসূচীর জন্য আশার প্রতি কৃতজ্ঞতা জানান এবং এই প্রকল্প চলমান রাখার অনুরোধ জানান। জেলা শিক্ষা অফিসার জনাব আশিকুল্লাহ শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং সাফল্য অব্যাহত রাখার, সৃজনশীল ও ইনোভেটিভ হওয়ার আহবান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আশা এখন আর শুধু ঋণ প্রদানে ব্যস্ত নয়। আশা এখন শিক্ষা ও চিকিৎসার উপর গুরুত্ব দিয়ে দেশে দরিদ্র মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বাবুল আহমেদ বলেন আশা শিক্ষা কর্মসূচীর কারণে সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিন্ম আয়ের মানুষের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হচ্ছে। ঝরেপড়া কিছুটা কমছে এবং নিয়মিত পাঠদানে শিক্ষার্থীর মানোন্নয়ন হচ্ছে। তিনি ৮ম শ্রেণি পরযন্ত চালু থাকা এই কর্মসূচী আগামী বছর ৯ম-১০ম শ্রেণিতে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়ায় জানায় আশা শিক্ষা কর্মসূচী তাদের জন্য আশির্বাদ, এজন্য শিক্ষার্থীরা আশার প্রতি কৃতজ্ঞ। তারা এটা আগামী শিক্ষা বর্ষেও চালু রাখার দাবী জানায়।অনুষ্ঠানে শিক্ষার্থীরা আশা শিক্ষা কর্মসূচী ও অভিভাবক মতবিনিময় সভা নিয়ে কবিতা আবৃত্তি করে, ইসলামিক সঙ্গীত পরিবেশন করে এবং এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার কামরুল ইসলাম, সুপার ভাইজার পলাশ মিয়া ও শিক্ষক জহিরুল ইসলাম খন্দকার শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
