‘খনিজ চুক্তি রাশিয়ার সঙ্গে দরকষাকষিতে ট্রাম্পকে শক্ত অবস্থানে রাখবে’
অনলাইন নিউজ ডেক্স

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। এই চুক্তি রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার অবস্থানকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন এক শীর্ষ মার্কিন কর্মকর্তা। খবর রয়টার্সের।কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যকার এই চুক্তির বিষয়ে ক্রেমলিন নীরব ছিল। তবে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এর অর্থ হচ্ছে ট্রাম্প ‘কিয়েভের শাসনামল ভেঙে দিয়েছেন’। কেননা এখন ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তার জন্য খনিজ সম্পদের মাধ্যমে অর্থ দিতে হবে।ওয়াশিংটনে স্বাক্ষরিত এবং ট্রাম্প কর্তৃক ব্যাপকভাবে প্রচারিত এই চুক্তিটি ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি যৌথ বিনিয়োগ তহবিল প্রতিষ্ঠা করে। এই চুক্তিটি নতুন ইউক্রেনীয় খনিজ প্রকল্পগুলোতে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার দেয়। এছাড়া এ চুক্তি হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের প্রচেষ্টার একটি অংশ।মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স বিজনেস নেটওয়ার্ককে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘এই চুক্তিটি রুশ নেতৃত্বকে দেখাবে যে ইউক্রেনীয় ও আমেরিকান জনগণের মধ্যে এবং আমাদের লক্ষ্যগুলোর মধ্যে কোনও পার্থক্য নেই। ’তিনি বলেন, ‘আমি মনে করি এটি রাশিয়ান নেতৃত্বের জন্য একটি শক্তিশালী সংকেত। চুক্তিটি প্রেসিডেন্ট ট্রাম্পকে রাশিয়ার সঙ্গে আরও শক্তিশালী ভিত্তিতে আলোচনার ক্ষমতা দেয়। ’ইউক্রেনীয় পার্লামেন্টকে এখন চুক্তিটি অনুমোদন করতে হবে। ইউক্রেনের প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো সাংবাদিকদের বলেন,‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি অনুমোদন করতে চাই। তাই আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি করার পরিকল্পনা করছি। ’সভিরিডেনকো বলেন, ‘একটি যৌথ মার্কিন-ইউক্রেন বিনিয়োগ তহবিল কার্যকর হওয়ার আগে কিছু প্রযুক্তিগত বিবরণ সম্পন্ন করতে হবে। ’
