খোকসায় এস এস সি (ভোক:) পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ।


কুষ্টিয়া খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি (ভোকঃ) ২০২৩ পরীক্ষার্থীদের ও সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একুশে মার্চ সকাল দশটায় বিদ্যালয়ের সবুজ চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য-৭৮ কুষ্টিয়া-৪ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। এ সময় তিনি বলেন আগামী দিনের উন্নত স্মার্ট বাংলাদেশের তোমরাই হবে কর্ণধার দেশ পরিচালনায় স্মার্ট হয়ে তোমাদেরকেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা আমলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক সহ আরও বক্তব্য রাখেন খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শাহীনা বেগম, উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সার্বিক তত্বাবধানে এস এস সি (ভোকঃ) ২০২৩ পরীক্ষার্থীদের বরণ ও বিদায় জানানো হয় ফুলেল শুভেচ্ছায়। অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর মধ্যে, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী কে ফুলের সুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের ছাএ ছাএী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ প্রমুখ। পরে দিনব্যাপী সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।