গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি


গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড়, ফাঁকা গুলি
ইসরাইলের অবরোধের কারণে গাজায় বহুদিন পর ত্রাণ পৌঁছেছে। সেগুলো বিতরণের সময় এবার ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়তে বাধ্য হন ত্রাণ বিতরণকারীরা। খবর এএফপির।দক্ষিণ গাজার রাফার একটি কেন্দ্রে প্রায় তিন মাস পর ত্রাণ বিতরণ শুরু করেছে মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটি।ত্রাণ নিতে আসা গাজার এক বাসিন্দা আয়মান আবু জায়েদ বলেন, আমি সাহায্য পেতে লাইনে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ অনেক মানুষ লাইন ভেঙে ঢুকতে শুরু করে।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একপর্যায়ে ফাঁকা গুলি করেন ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী দল। আওয়াজ শুনে সবাই আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে থাকেন।আল-জাজিরার লাইভ ব্রডকাস্টে দেখা যায়, অনেক মানুষ এক জায়গায় ত্রাণের জন্য একত্র হয়েছেন। বিশৃঙ্খলভাবে অনেকে ছুটে বেড়াচ্ছেন।জিএইচএফ জানিয়েছে, ভিড় এত বেশি ছিল যে তাদের দল একটু পিছিয়ে যায়। পরে সাহায্য বিতরণ স্বাভাবিক হয়।হামাসের সরকার তাদের পক্ষ থেকে বলেছে, ইসরাইলের সাহায্য বিতরণ প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দীর্ঘ সময় নাকাল ও ক্ষুধার্ত মানুষেরা সাহায্য পেতে গিয়ে এ দুঃখজনক দৃশ্য হয়েছে।জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সাহায্য সংস্থাগুলোও এ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণের পদ্ধতিকে কঠোর সমালোচনা করেছে।