গৃহ প্রদান কার্যক্রমের (৪র্থ পর্যায়ের)শুভ উদ্ভোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস রিলিজ।।


ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক আগামী ২২ মার্চ/২০২৩ তারিখ সকাল১০,৩০মিঃ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ওগৃহ প্রদান কার্যক্রমের(৪র্থ পর্যায়ের)শুভ উদ্ভোধন উপলক্ষে আজ ২১শে মার্চ বেলা ১২টার সময় উপজেলা সভাকক্ষে ইউএনওর সভাপতিত্বে, প্রেস রিলিজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস রিলিজের আলোকপাত করেন। এসময় উপস্হিত ছিলেন,উপজেলা চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম‍্যান শেফালি বেগম, সহকারী কমিশনার (ভুমি)ইন্দ্রোজিৎ সাহা,প্রকল্প বাস্তোবায়ন কর্মকর্তা সামায়েল মার্ডি, প্রমুখ। উল্ল‍্যেখ‍্য যে,চতুর্থ পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত মোট গৃহের সংখ‍্যা=৩৭০ টির মধ‍্যে,(১৬০ টি উদ্ভোধনযোগ‍্য গৃহ)। মাননীয় প্রধান মন্ত্রী সারা দেশে\"২৯ হাজার ৫৭৯টি ঘর উদ্ভোধন করবেন। এবং রানীশংকৈলে সারা দেশের ন‍্যায় ২২ মার্চ সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সের মাধ‍্য‍্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন।