চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূঁইয়ার বাড়িতে হামলা লুটপাট ও চুরির অভিযোগ


চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূঁইয়ার বাড়িতে হামলা লুটপাট ও  চুরির অভিযোগ
পূর্ব শত্রুতার জেরে চাঁদপুর শহরে বীর মুক্তিযোদ্ধা লতিফ ভুইয়ার বাড়িতে ভাঙচুর লুটপাট হামলা ও চুরির অভিযোগ উঠেছে। এ এ ব্যাপারে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভূঁইয়া চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।৭ মার্চ সোবার রাত আনুমানিক ২ টার সময় শহরের গুনরাজদী এলাকার বঙ্গবন্ধু সড়কস্থ আঃ লতিফ ভুইয়ার বীর নিবাস নামক বাড়িতে এ হামলা লুটপাট ও চুরির ঘটনা ঘটে।ভুক্তভোগী ও অভিযোগকারী আহত বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ ভুইয়া (৭২) গুনরাজদী গ্রামের মৃত ইদ্রিস ভুইয়ার পুত্র।আহত বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ ভুইয়া গণমাধ্যম কর্মীদের জানান, আকষ্মিকভাবে গভীর রাতে একদল সন্ত্রাসীরা রামদা, চাইনিজ কুড়াল নিয়ে তার বসতঘরে প্রবেশ করে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাট করে। এ সময় সন্ত্রাসীরা তারা নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা টাকাসহ মটর তার ও মুল্যবান মালামাল লুটপাট করে পালিয়ে যায়।হামলা, ভাঙচুর ও লুটপাটকারীদের কাউকে চিনতে পারছেন বা পূর্বপরিচিত কিনা জানতে চাইলে তিনি জানান, আমার নিকট আত্মীয়রা ঘটনাটি ঘটিয়েছে।এদিকে তাৎক্ষণিকভাবে তিনি চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করলে থানার এস আই মোঃ সফিকুল ইসলাম সহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এ বিষয় চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত মিন্টু দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং পুলিশের একটি টিম পরিদর্শন করেন ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।