চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশমাছ সহ ট্রলার জব্দ


চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশমাছ সহ ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। ২৯ মার্চ ২০২৪ তারিখ শুক্রবার রাত ২৩০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও চাঁদপুর মৎস্য বিভাগ কর্তৃক চাঁদপুর জেলা সদর থানাধীন ইশানবালা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে আনুমানিক ৪২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা এবং ৬০০ কেজি পোয়া মাছসহ একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছ চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত ট্রলার মৎস্য বিভাগ, চাঁদপুর এর নিকট হস্তান্তর করা হয়।এ তথ্য নিশ্চিত করেন। কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি।