ঠাকুরগাঁয়ে বালু বাহী মাহেন্দ্র ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু


ঠাকুরগাঁয়ে বালু বাহী মাহেন্দ্র ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বালু বাহী মাহেন্দ্র ট্রলি উল্টে কাদেরুল ইসলাম (১৮) নামে গাড়ির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গাড়ি চালক শহিদুল ইসলাম (৩৫) আহত হন। বুধবার (০৪ অক্টোবর ) দুপুরে শহরের হাজিপাড়া এলাকায় বিজিবি ২ নম্বর গেটের সামনে একটি নির্মাণাধীন ভবনের বালু দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার মারিয়া সরদার পাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। ওসি ফিরোজ কবির জানান, পঞ্চগড়ের বোদা উপজেলার বড়রামপুর গ্রামের সুমন মিয়ার ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় নির্মাণাধীন বাড়ির কাজের জন্য বালু নিয়ে আসেন গাড়ির চালক মহিদুল ইসলাম। বালু নামানোর জন্য গাড়িটি ঘুরানোর সময় হঠাৎ গাড়িটি উল্টে যায়। এতে গাড়ি ও বালুর নিচে চাপা পড়ে গাড়ির এক শ্রমিক ঘটনা স্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল কাদেরুলের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।