তানজিদকে হারিয়ে ধীরপায়ে এগোচ্ছে বাংলাদেশ
অনলাইন নিউজ ডেক্স
সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। আগের ম্যাচের ব্যাটিং ধসের পর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কিছুটা দেখেশুনে খেলার প্রবণতা দেখা গেছে। যদিও নবম ওভারে মোহাম্মদ নবীকে একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে খোলস ছেড়ে বের হওয়ার ইঙ্গিত দিয়েছেন সৌম্য সরকার।
ওপেনার তানজিদ হাসান তামিম আগেই ফিরেছেন। চতুর্থ ওভারে প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়ের নায়ক স্পিনার গাজানফারের বল তেড়েফুঁড়ে খেলতে গিয়ে মোহাম্মদ নবীকে ক্যাচ দিয়েছেন তিনি। ফেরার আগে ১৭ বলে ৩ চার, ১ ছক্কায় ২২ রান করেছিলেন এই ওপেনার।
এরপর তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ধীরপায়ে এগোচ্ছেন সৌম্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৩১ রান। আর দলীয় সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৫৯ রান।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে তাই এখন বাঁচামরার লড়াই।
ডোনেট বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।