নগরকান্দায় গরিবের চাল পাচারকালে ৩০ বস্তা খাদ্যবান্ধবের  চাল আটক
              
                  
 অনলাইন নিউজ ডেক্স                  
              
             
          
           
           
			
           
             
           
           
           
           
               
                                      
                                      
             
          
            
                
                            
              
            
         
          
            
			   
			   
				  
				  
				    নগরকান্দায় গরিবের চাল পাচারকালে ৩০ বস্তা খাদ্যবান্ধবের  চাল আটক।
  জানাযায়,রাতের আঁধারে পাচার পাচারকালে  সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাল তালমা এলাকায়  ভ্যান  আটক করে স্হানীয়রা।
 সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মহিলা রোড এলাকা থেকে চালগুলো প্রথমে আটক করেন স্থানীয় জনতা। পরে উপজেলা প্রশাসন  ভ্যান ও চালগুলো উদ্ধার করে নিয়ে যান।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নগরকান্দার সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ জানান,  রাতে পাচার করার জন্য তালমা বাজার থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নসিমন  করে নেয় একটি চক্র।  পথিমধ্যে মহিলা রোড বাজার এলাকায়  চালের গাড়ি দেখে স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানসহ চাল আটকে দেন।
 পরে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে এসে ৩২ বস্তা চাল জব্দ করে থানায় নেন।
হতদরিদ্র জনগোষ্ঠীর তথা ‘উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ডিলারকে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেই চাল পাচার করা চরম অপরাধ।  ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা তিনি বললেন। 
 নগরকান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘জব্দ চাল তালমা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রাফেজা বেগমের বলে আমরা  জানতে পেয়েছি। এ ঘটনায়  নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন । তদন্ত সাপেক্ষে দোষী দের বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানাগেল। 
				   
				   				 
			   
          
                   