নির্বাচনে মাঠে থাকবে ১৫ প্লাটুন বিজিবি


নির্বাচনে মাঠে থাকবে ১৫  প্লাটুন বিজিবি
রবিবার ২৫/০১/২০২৬ খৃষ্টাব্দ সময় বিকেল ৩:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান (৫৩ বিজিবি) প্রেস ব্রিফিংয়ে বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা করা ভোটাধিকার সুরক্ষা কর নির্বাচন কমিশনের নির্দেশে সকল প্রার্থীকে সামাল সুযোগ লেভেল প্লেয়িং ফিলে সহায়তা করবে বিজিবি যাতে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য হয়।আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ হাজার অধিক বিজিবির সদস্য মোতায়ন থাকবে ৪৯৫ উপজেলার মধ্যে ০৬ টি উপজেলার কুতুবদিয়া, হাতিয়া, সনদীপ, দাকোপ, মনপুরা, রাঙাবালি,৪৮৯ টি উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করবে বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ০১ শিবগঞ্জে ০৩ প্লাটুন চাঁপাইনবাবগঞ্জ ০২ ভোলাহাট ০৪প্লাটুন নাচোল ০২ প্লাটুন গোমস্তাপুর ০২ প্লাটুন নবাবগঞ্জ সাদর উপজেলায় ০৪ প্লাটুন ০১রিজা প্লাটুন মোট ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। সীমান্তে চোরাচালান বিস্ফোরক মাদক ইত্যাদ দায়িত্ব পালন করবে যা ভবিষ্যতে অব্যাহতর থাকবে।